Latest Update
জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকা জেলা লালবাগ থানার অর্ন্তগত ঐতিহ্যবাহী একমাত্র বালিকা বিদ্যালয়। এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়। এ এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে ১৯৫৯ সাল থেকে এ প্রতিষ্ঠান সুনামের সহিত কাজ করে আসছে। বিদ্যালয়টিতে ষষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়ে বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগ রয়েছে। সময়ের পরিক্রমায় বিদ্যালয়ের ক্রান্তিলগ্নে আমি এই বিদ্যালয়ের কান্ডারী হিসেবে নিয়োজিত হই। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির কন্যা সন্তানদের শিক্ষার ভার গ্রহণ করে সবসময় চেষ্টা করেছি পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহপাঠ্যক্রকিম কার্যকলাপে যেন শিক্ষার্থীরা নিয়োজিত থাকে। এর ধারাবাহিকতায় খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছি। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বিধান, দায়িত্বনিষ্ঠা ও কর্তব্যবোধ জাগ্রত করা জরুরি বিধায় এসব দিকেও তদারকি করা হচ্ছে। ছাত্রীদের শ্রেণি কার্যক্রম ও শৃঙ্খলা প্রতিপাদনকল্পে বিদ্যালয় প্রাঙ্গণে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ডিজিটাল কনটেন্ট তৈরিসহ বেসিক অপারেশনের উপর সকল শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। প্রতিটি শ্রেণীকক্ষ ডিজিটাল করা হয়েছে।সরকারী বিধি মোতাবেক শিক্ষার্থী এবং শিক্ষক - কর্মচারী পরিপূর্ণ আছেন। অবকাঠামো উন্নতমানের এবং এস.এস.সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। শিক্ষার্থীরা যাতে কম বেতনে লেখাপড়া করতে পারে সেই লক্ষ্যে বিদ্যালয়টি জাতীয়করণের দাবীদার।